বৃহস্পতিবার সকাল ৯:২২, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

প্রকাশ পেলো আব্দুর রাজ্জাকের ইসলামী গান ‘আইডল’ 

৪৩৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের কথায় আব্দুর রাজ্জাকের গাওয়া  ‘আইডল’ শিরোনামের  ভিন্নধর্মী একটি ইসলামী গান প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইচ সং’ এর ব্যানারে। গানটির সুরারোপ করেছেন শিল্পী নিজেই।

রমজান উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে শ্রদ্ধা  জানিয়ে এ গানটি সময় নিয়ে লিখেছেন এ সময়ের জনপ্রিয় গীতিকার  অনুরূপ আইচ।  গান প্রসঙ্গে তিনি বলেন জীবনে অনেক প্রেমের গান, দেশের গান করেছি। এবার করোনা সংকটের মধ্যে ইসলামী গান নিয়ে হাজির হয়েছে আমার ভক্ত শ্রোতাদের জন্য। অসাধারণ গেয়েছে শিল্পী আব্দুর রাজ্জাক । আশা করছি এই ইসলামী গানটি সবার ভালো লাগবে। বরাবরের মতো ভক্ত শ্রোতারা পাশে থাকবেন সে প্রত্যাশা করি।

এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, আমার এই ইসলামী গান করার পেছনে সমস্ত পরিকল্পনা অনুরূপ আইচের। তার উৎসাহে আমি এত সুন্দর গান গাইলাম। এই গানে বেশ সাড়া পাচ্ছি। আমার পরিচিত অনেকেই বলছেন, অনেকদিন পরে তারা ভিন্ন আঙ্গিকের একটি ইসলামী গান শুনেছেন।

কন্ঠশিল্পী আব্দুর রাজ্জাক বাংলাদেশের প্রায় প্রতিটি টিভি চ্যানেলে লাইভ শো ও ষ্টেজ শো করে থাকেন।

গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন:  https://www.youtube.com/watch?v=h8F9mr5xOxs  

শফিউল বারী রাসেল, ঢাকা থেকে

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, বিনোদন

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি