মঙ্গলবার দুপুর ১২:১৭, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

প্রাইভেটকার খাদে পড়ে নবীনগরের স্বামী-স্ত্রী ও চালক নিহত

৭৪০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

চট্টগ্রাম থেকে নবীনগর আসার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত কোরবানপুর সড়ক থেকে একটি প্রাইভেটকার খালে পড়ে ঘটনাস্থলে চালক সহ ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহত স্বামী-স্ত্রী হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (বয়স ২৭) এবং তার স্ত্রী পারভীন আক্তার।

নিহত গাড়ীর চালক আব্দুর রহমান (২৮) নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

উল্লেখ্য সাদ্দামের স্ত্রীর পারভীনের বাবা বাঘাউরা দক্ষিণ পাড়ার আবু বক্কর সিদ্দিক (৭০) ঢাকা চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। নিহত বাবাকে দেখতে পারভীন তার স্বামীকে নিয়ে চট্টগ্রাম থেকে নবীনগর বাবার বাড়ি আসার পথে দূর্ঘটনার শিকার হন।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি