বৃহস্পতিবার সকাল ৮:৫৪, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

মূল্যহীন শিক্ষা

৫৭৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গরীব ঘরে জন্ম হয়েও

স্বপ্ন দেখি রোজ,
মাষ্টার্স পাশ করিলাম
নেই চাকরির খোঁজ।

°°°

সকাল হলে ভিক্ষুকের মত
যাই অন্যের দ্বারে,
তবুও পাইনা চাকরীর খোঁজ
দুঃখ নামে ঘরে।

°°°

যেথায় যাই সেথায় চায়
লক্ষ লক্ষ টাকা,
মাষ্টার্স করে সব হারালাম
বাবার পকেট এখন ফাঁকা।

°°°

দিন আসে দিন চলে যায়
বাবা করে আয়,
অন্যের দ্বারে চেয়ে চেয়ে
সংসার তিনি চালায়।

°°°

বাবার কষ্ট সয়না যে মন
শিক্ষা আজ কথায়,
টাকা ছাড়া সোনার বাংলায়
নেই চাকুরীর উপায়।

°°°

এই হলো মোদের দেশ
এটাই দেশের নীতি,
সব ক্ষাণে ঢুকে আছে
জ্ঞানের দুর্নীতি।

°°°

বাবার টাকায় মাষ্টার্স করে
সব করিলাম শেষ,
শিক্ষার কোন মূল্য নাই
হায়রে সোনার বাংলাদেশ।

রচনাকাল: ২৩.০৯.২০১৮ খ্রিস্টাব্দ।

গোলাম কিবরিয়া,অধ্যায়ণরত প্রথম বর্ষ,রবীন্দ্র  বিশ্ববিদ্যাল, বাংলাদেশ।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি