শুক্রবার সন্ধ্যা ৬:৪৮, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং

খাইরুল ও দিশার ‘ঝাক মারে দিলে…’

৫২৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

‘ঝাক মারে দিলে’ শিরোনামে খাইরুল ওয়াসী ও দিশার কণ্ঠে সুফি ঘরানার একটি মিউজিক্যাল ভিডিও মিডিয়া ভয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

গীতিকার এ আর রাজ এর কথা ও সুরে আল্লাহর গুণ কীর্তণ সমৃদ্ধ এ গানটির কম্পোজিশন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক মুশফিক লিটু।

 

গানের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছে খাইরুল ওয়াসী, দিশা, অপূর্ব, সাজ্জাত, রোজা ও অন্যারা। আর কোরিওগ্রাফ করেছেন মোঃ রুবেল।

গানটি সম্পর্কে গীতিকার এ আর রাজ বলেন, ‘খাইরুল ও দিশার অসাধারণ গায়কিতে চমৎকার ভাবে ফুঁটে উঠেছে গানটি। আমি চেষ্টা করেছি ফিল দিয়ে লেখার । ঐশ্বরিক আবহের মতো করেই সুরারোপ করার প্রচেষ্টা ছিল, যাতে করে গানের সুর শ্রোতাদের কানে শ্রুতিমধুর লাগে, ভালো লাগা সৃষ্টি হয়।

গানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা ও নির্ভরতা, ‘ঝাক মারে দিলে’  কাউকে নিরাশ করবেনা, ন্যুনতম হলেও দিল ঝাকিয়ে যাবে।

শফিউল বারী রাসেল, ঢাকা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, বিনোদন

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি