রবিবার ভোর ৫:২৯, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৯ই নভেম্বর, ২০২৪ ইং

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত

৬৭৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৫ সেপ্টম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম,অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য উপজেলার নির্বাহী অফিসারগণ।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এম এ আজিজ,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহা: জবেদ আলী, জেলা শিক্ষা অফিসার, খন্দকার আলাউদ্দিন আল আজাদ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো,ঠাকুরগাঁও পৌরসভার কমিশনার আতাউর রহমান প্রমুখ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের লক্ষ্যমাত্রার কর্মকাণ্ড তুলে ধরেন। সভায় জেলার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি