শনিবার সকাল ৯:০০, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই ডিসেম্বর, ২০২৪ ইং

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে লড়বেন নাঈম ভূইয়া

৮৯৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে লড়বেন নাঈম ভূইয়া (২০), সে দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের ব্যবসায়ী ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ এর আইন বিষয়ক সম্পাদক এম.এ বাছির ভূইয়ার পুত্র।

নাঈম ভূইয়া বর্তমানে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অনার্স রাষ্ট বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র, নাঈম জানায় সে আজ সন্ধ্যায় আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কাছ থেকে তাদের দেয়া নির্দেশনা অনুসরণ করে সকল ইউনিয়নের প্রার্থীদের ফ্রম কেনার শেষ মুহুর্তে আজ সন্ধ্যায় ফ্রম বিতরণের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও সহ-সভাপতি যুবরাজ শাহ রাসেল এর কাছ থেকে ফ্রম সংগ্রহ করেন।

নির্বাচনে অংশ গ্রহণের উদ্দেশ্য কি জানতে চাইলে তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্র রাজনীতির একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আমরা ছাত্রলীগের পতাকা তলে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়, তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা ছাত্রলীগ কাজ করে যাবো, ছাত্ররাজনীতি কে অনেকে খারাপ ভাবে, আমি চাই একটি সুষ্ঠ সুন্দর জবাবদিহিতা মূলক কমিটি দ্বারা মানুষের এই ভাবনাকে ভুল প্রমাণিত করা, এছাড়া মাদক মুক্ত ও মেধাবী ছাত্রসমাজ দ্বারা সমাজের গঠন মূলক কাজ সম্পাদন করা, ছাত্রসমাজের কল্যাণ মূলক কাজ করা বঙ্গবন্ধুর দেখানো পথে চলা সর্বোপরি ছাত্রলীগের তিন স্তম্ভ শিক্ষা শান্তি প্রগতি এগুলোর পূর্ণতা দান করা দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে নিজেদের তৈরি করা

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি