মঙ্গলবার রাত ২:২৮, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

নৌকার মাঝি এবাদুল করিমকে ফুলেল শুভেচ্ছা

৬৮৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গতকাল ২(ডিসেম্বর)রোজ রবিবার ফাহিম কনভেনশন সেন্টার ঘাটুরা ব্রাহ্মণবাড়িয়াতে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ ( নবীনগর ) আসনের আওয়ামীলিগের মনোনিত পার্থী নৌকার মাঝি এবাদুল করিমকে বুলবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ২১নং উত্তর কাইতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব আবুল খায়ের মুন্সি, শহিরিয়ার বাদল সাবেক চেয়ারম্যান ও কার্যকরী সদস্য জেলা আওয়ামিলীগ, এমরান হোসেন মাসুদ ও রাশেদুল হাসান সুমন জেলা যুবলীগ নেতা এবং ছাত্রলীহ নেতা হাসান মাসুদসহ প্রমূখ। ইতিপূর্বে উনার মতিঝিল কার্যালয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নৌকার মাঝি সবাইকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করেন  এবং তাদের কাছে নৌকার পক্ষে দোয়াঁ ও ভোট চান্। তিনি এক পর্যায়ে তরুনদের উদ্দ্যেশে  বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তরুনদের প্রথম ভোট যেন নৌকায় হয়। সবশেষে উপস্থিত সবা্ইকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

 

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি