বৃহস্পতিবার সকাল ৯:১৮, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

রিক্সা-ইজিবাইক লাইসেন্স দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: দাবি ৫দফা

জাকারিয়া জাকির

আজ বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে রিক্সা-ইজিবাইক শ্রমিকদের পাঁচ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ম্লোগানে স্লোগানে কেঁপে উঠে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। এই মানববন্ধনে অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়া রিক্সা-ইজিবাইক ড্রাইভার, নির্মাণ শ্রমিক ও অন্যান্য শ্রমিক সংগঠনগুলো। তারা মূলত ৮টি দাবি উপস্থাপন করেন।এর আয়োজন করে ‘জাতীয় শ্রমিক ফেডারেশন’ নামের একটি সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

মানববন্ধনে সর্বস্তরের নির্মাণ শ্রমিকদের স্লোগান ছিল, “রাস্তা আছে যেখানে, রিক্সা চলবে সেখানে; লাইসেন্স নিয়ে জালিয়াতি, চলবে না চলবে না।” এদিকে তারা একটি লিফলেটও বিলি করে, যেখানে মোট ৮টি দাবি তোলা হয়েছে। এদিকে তাদের মূল অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিরুদ্ধে।

তারা বলছেন, পৌরসভায় গেলে প্রকৃত রিক্সা ও ইজিবাইক চালকদের লাইসেন্স দেয়া হচ্ছে না। বরং নানারকম হয়রানী করা হয়। অন্যদিকে কিছু অসাধু ব্যক্তি রিক্সা ও ইজিবাইক চালক না হয়েও টাকা ও ক্ষমতার জোরে ১০টি/২০টি করে লাইসেন্স নিয়ে রেখেছে।

জাকারিয়া জাকির: বিশেষ প্রতিনিধি

ক্যাটাগরি: প্রধান খবর,  ভিডিও নিউজ,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply