বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২৮, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ও জেলা সমবায় কর্মকর্তাদের মতবিনিময়

৯১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ও জেলা সমবায় কার্যালয় এর কর্মকর্তা কর্মচারীদের সাথে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারের আয়োজনে গোমড়ায় ইন্সটিটিউটের হল রুমে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, বিভাগীয় যুগ্ম নিবন্ধক সমবায় দপ্তর সিলেট, মৃনাল কান্তি বিশ্বাস, অধ্যক্ষ-উপ নিবন্ধক আঞ্চলিক সমবায় ইনস্টিটিটিউট মোহাম্মদ দুলাল মিঞা, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিলো সমবায়। গ্রামের আর্থসামাজিক উন্নয়ন করতে গেলে সমবায় ভিত্তিতে করতে হবে, যা জাতির পিতার স্বপ্ন ছিল। সভা শেষে প্রধান অতিথি ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে ফলজ ও বনজ গাছ রোপন করেন।

বিকাশ দাশ: নিজস্ব প্রতিবেদক

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি