শুক্রবার রাত ১২:৪৮, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে বুরো চাষ: আতংকে কৃষকেরা

৪২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

টাঙ্গন নদীতে শত-শত বুরো চাষী কৃষক বুরো ধান চাষ নিয়ে খুবই  আতংক ও উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে বুরো চাষীদের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি জানান, “আমরা ভূমিহীন, অসহায়। আমাদের নিজস্ব জমি না থাকায় সরকারি টাঙ্গন নদীর গর্ভে বুরো ধান চাষাবাদ করে আসছি। তবে ধান না কাটার আগে বৃষ্টির পানিতে নদী ভরাট হলে সমস্ত ধান নদীর পানিতে ডুবে ভেসে যেতে পারে। এজন্য আমরা খুবই আতংকে দিন কাটাচ্ছি।”

এখানে দেখুন ভিডিও

এদিকে টাঙ্গন নদীতে রাবার ডেম থাকায় মাঝে মধ্যে বেশি পানি আটকে রাখলেও নদীতে চাষের বুরো পানিতে ভরে যায় বলে জানা যায়। এ বিষয়ে গত ৫ পীরগঞ্জ উপজেলার নাকাটি ব্রীজের নীচে ধান চাষের বিষয়ে সাংবাদিক মাহফুজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, পড়ে থাকা নদীর জমিতে ধান চাষ ঠিকমত হলে অনেক চাষীই সংসারের অভাব পূরন করতে পারবে। দেশের খাদ্য সমস্যাও দূর হবে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি