শুক্রবার ভোর ৫:৪৮, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

অসাম্প্রদায়িকতা মানে বৈচিত্রের মাঝে একতাবদ্ধতা

৪৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

অসাম্প্রদায়িকতা মানে মুসলিমের শুয়োরের মাংস আর হিন্দুর গরুর মাংস খাওয়া নয়। অসাম্প্রদায়িকতার মানে তোমার ধর্ম তুমি পালন করবে আমার ধর্ম আমি পালন করবো।

অসাম্প্রদায়িকতার মানে মুক্তচিন্তার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়। অসাম্প্রদায়িকতার মানে সকল জাত, ধর্মের উর্দ্ধে উঠে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

অসাম্প্রদায়িকতার মানে কে বোরকা হিজাব পড়লো অথবা পৈতা নিল বা সিঁদুর দিল সেটার বিরোধীতা করা নয়। অসাম্প্রদায়িকতার মানে কে কি পড়বে কে কি খাবে একান্তই তাঁর নিজস্ব ব্যাপার।অ

অসাম্প্রদায়িকতা মানে সমাজের গোষ্ঠী , ধর্ম কে আলাদা করা নয়। অসাম্প্রদায়িকতার মানে বৈচিত্র্যর মাঝে একতাবদ্ধ হওয়া। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জাতীয়তাবাদ।

জান্নাতুল মাওয়া ড্রথি: লেখিকা

Some text

ক্যাটাগরি: চিন্তা, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি