বৃহস্পতিবার বিকাল ৫:০৭, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে দফায় দফায় বাধা: তবু শুক্রবার মাঠে নামবে ইসলামী আন্দোলন

৪৯৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ধর্ষণ-নারী নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী চলমান আন্দোলনে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ। বাধার মুখেও পড়তে হচ্ছে কোথাও কোথাও।

বিশেষ করে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে লক্ষ্মীপুর জেলায়। গত শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়া হয় মারকাজ মসজিদ থেকে। প্রশাসনিক বাধায় ঐদিন মিছিল বের করতে পারেনি নেতা-কর্মীরা। মসজিদের সামনে এবং রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। পরিস্থিতি ছিল থমথমে। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এরপর গত সোমবার সামাদ চত্বর থেকে জেলা আন্দোলন সেক্রেটারি মাওলানা মহিউদ্দীনের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে জেলা প্রচার সম্পাদক ইমরান হোসাইন বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষণ- নির্যাতনের সাথে জড়িত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাই দোষ ঢাকতে সরকার শান্তিপূর্ণ প্রতিবাদেও বাধা দিচ্ছে।’

এ‌দি‌কে বারবার বাধার পরও আগামীকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা। আজ বৃহস্পতিবার শহরের গুরুত্বপূর্ণ মসজিদ এবং স্পটে লিফলেট বিতরণ করতে দেখা গেছে নেতাকর্মীদের

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি