সোমবার রাত ২:০৯, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা নভেম্বর, ২০২৪ ইং

প্রকৃত ধনীর পরিচয়

৩৯৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আরবীতে একটি প্রবাদ আছে
القانع عني وإن كان جائعا
অল্পেতুষ্ট ব্যক্তিই ধনী যদিও ক্ষুধার্ত হয়।
রব্বুল আলামীন বলেন
وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ
তোমাদের মধ্যকার বিয়েহীনদের বিয়ে করিয়ে দাও এবং নেক্কার দাস- দাসীদেরকেও।
যদি তারা দরিদ্র হয় তাহলে রব্বুল আলামীন নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দিবেন।
সূরা নুর ৩২
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীনে কেরাম বলেন রব্বুল আলামীন হয়ত বাস্তবেই ধনী বানিয়ে দিবেন অথবা যা আছে তাতেই সন্তুষ্ট করে দিবেন।
এর থেকে একটি বিষয় প্রতীয়মান হয় যে,যা আছে তাতে সন্তুষ্ট থাকাও ধনাঢ্যতা।
হযরত আলী রা. বলেন রাসূল সা. এরশাদ করেন
” من رضي من الله باليسير من الرزق رضي الله منه بالقليل من العمل ”
যে ব্যক্তি অল্প রিযিকেই আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ ও অল্প আমলেই তার প্রতি সন্তুষ্ট।
মিশকাতুল মাসাবীহ ৫২৬৩
ফকীহ আবুল লাইছ সমরকন্দী রহিমাহুল্লাহ বলেন
চারজন নবী চারটি ঐশীগ্রন্থ থেকে চারটি বাক্য নির্বাচন করেছেন।
১.হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত থেকে এই বাক্যটি চয়ন করেছেন
من قنع شبع
অর্থাৎ যে অল্পেতুষ্ট সে( ক্ষুধার্ত হলেও) পরিতৃপ্ত।
২.হযরত দাউদ আলাইহিস সালাম যাবুর থেকে এই বাক্যটি চয়ন করেছেন
من ترك اللذات صار مسلما من الآفات
তথা যে দুনিয়ার যাবতীয় মজাও স্বাদ পরিত্যাগ করল সে সবধরনের বিপদমুক্তও নিরাপদ।
৩. হযরত ঈসা আলাইহিস সালাম ইঞ্জীল থেকে এই বাক্যটি চয়ন করেছেন
من صمت نجا
তথা যে চুপচাপ থাকে সে নিরাপদ।
৪. হযরত মুহাম্মদ সা. কুরআন থেকে এই আয়াতটি চয়ন করেছেন
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ
তথা যে ব্যক্তি (যাবতীয় উপায় – উপকরণ গ্রহন করে) রব্বুল আলামিনের প্রতি ভরসা করে রব্বুল আলামীন তার জন্য যথেষ্ট।
সূরা তালাক ৩
পরিশেষে একটি হাদিস উল্লেখ করছি,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنِ الْغِنَى غِنَى النَّفْسِ
হযরত আবু হুরায়রা রা.থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সা এরশাদ করেন ধনের ধনী প্রকৃত ধনী নয়, মনের ধনীই প্রকৃত ধনী।
সহীহ বুখারী হাদিস নং ৬০০২
সহীহ মুসলিম হাদিস নং ২২৯১
জামে তিরমিজি হাদিস নং ২৩৭৬
আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীনের সঠিক সমজ ও বুঝ দান করুন।আমল করার তাওফিক দান করুন।
সরল সহজ জীবন যাপনের ব্যবস্থা করুন। সাদামাটা জীবন দান করুন।আমীন।
——–
আব্দুল্লাহ ইদরীস
জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ, আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি