রবিবার বিকাল ৩:৫০, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা নভেম্বর, ২০২৪ ইং

আজকের সাহরীর অনুভূতি

৪৪৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গতকাল রাতে এশার নামাজের পূর্বে কয়েকজন ছাত্র প্রস্তুতি নিল আশুরার দু’টি রোযা রাখার। তারা বিষয়টি জানাল মাদরাসার মুহতামিম সাহেবকে। হুজুর খুশীমনে সম্মতি দিলেন। সবাইকে উৎসাহ দিলেন।শেষ রাতের খাবারের ব্যবস্থা করার জন্য এক হাজার টাকা দিলেন। কয়েকজন মিলে খাবার রান্না করে ঘুুমের রাজ্যে পাড়ি দিয়েছেন। সার্বিক তত্বাবধানে ছিলেন মাওলানা মামদুদুল্লাহ আল মাহমুদী হাফিযাহুল্লাহ।

রাত সাড়ে তিনটায় সবাইকে জাগিয়ে দিলেন যিম্মাদার সাহেব। উস্তাদ ছাত্র মিলে সংখ্যা চল্লিশ ছাড়িয়ে গেল। সবাই কী হাসি- খুশী! মনে হচ্ছে স্বর্গীয় আনন্দ সবাইকে পুলকিত করছে! রমযান মাসেও তো সাহরী খেতে উঠেছি, কিন্তু এত আনন্দ লাগেনি, যতটুকু আজ লেগেছে।

আসলে উস্তাদ ছাত্র একত্রিত হওয়ার আনন্দটাই আলাদা,যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। সবার সামনে দস্তরখান বিছানো হলো।ডিসে খানা পরিবেশন করা হলো। সবাই রব্বুল আলামীনের নামে খেতে শুরু করল। আসলে তখনকার পরিবেশটি কেমন ছিল তা স্বচক্ষে প্রত্যক্ষকারী ছাড়া অনুভব করতে পারবে না।

সবার ভিতরে রব্বুল আলামীনকে খুশী করার তামান্না কাজ করছে।আশুরার রোযার ফজিলত পেতে সবাই অতি আগ্রহভরে সাহরী খাচ্ছে। সাহরী খেতে সবাই উঠেছে,কারণ সবাই জানে সাহরীতে বরকত রয়েছে। সাহরী খেয়ে রোযা রাখা মুস্তাহাব। عَنْ أَنَسٍ، – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরী খাও সেহরীতে বরকত রয়েছে। সহীহ মুসলিম হাদিস নং ২৪২০

রব্বুল আলামীন আমাদের রোযা সাহরীসহ যাবতীয় ইবাদত কবুল করুন। আমীন।

আব্দুল্লাহ ইদরীস: জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি