মঙ্গলবার সকাল ১১:০২, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

“প্রতিটি নিঃশ্বাসে তুমি আমার”

৫৬৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

“প্রতিটি নিঃশ্বাসে তুমি আমার”
লেখক- গীতি গমন চন্দ্র রায় গীতি

তুমি শুধু আমার তুমি শুধু আমার,
এই পৃথিবীতে তুমি শুধু আমার।
নয়নের মাঝে তুমি এমনই একজন,
চলতি পথে তোমায় শুধু দেখি সারাক্ষণ।।

তুমি শুধু তুমি জেনে রেখো তুমি,
তুমি ছাড়া এ জীবন রাখবোনা আমি। ওগো আমার মনের মানুষ প্রাণ সজনি, আজ কেন আমার খবর নাওনি।।

প্রতিটি নিঃশ্বাসে মিশে আছ তুমি, তোমাকে দেখার ইচ্ছে করে কত।
দেখার জন্য কষ্ট জাগে শতশত বার,
প্রতিটি নিশ্বাসে তুমি শুধু আমার।।

তোমার জন্য দিবানিশি পথ চেয়ে থাকি, কত যে ডাকি তোমায় মনের বাগিচায়।কেমন আছ ভালোবাসার প্রান সজনী,
প্রতিটি মুহূর্ত তুমি আমার তুমি।।

কোথায় আছ কেমন আছো তুমি,
কত কথা কত গল্প কত কিছু ছিল।
আজ অনেক আশা তোমাকে নিয়ে,
বলনা তুমি আমার ঘরে কবে আসবে।।

যেদিন ছিলাম পাশাপাশি কত কিছু বলি,
সে কথা কি তুমি মনে রাখনি।
তোমার পথ চেয়ে রয়েছে প্রেমিক গীতি,
প্রতিটি নিশ্বাসে শুধু তুমি।।

আমি যত ভালবাসি তুমি দাও কষ্ট,
আজ তুমি আসবে বলে চেয়েছিলাম পথ।
কথা দিয়ে এলেনা কারন কি,
প্রতিটি নিশ্বাসে পাগল তোমার গীতি।।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি