বৃহস্পতিবার সকাল ১০:০১, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

প্রিয় বোন : মাহমুদ নাঈম

৭০১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বড় বোনের স্নেহ মায়া মমতা মূল্য দেয়নি আমি,

এখন তোমায় হারিয়ে বুঝলাম তুমি ছিলে কত দামি।

তোমার মত আপু পেয়ে হলাম আমি ধন্য।
তুমি চলে গেলে শ্বশুর বাড়ি আমি হলাম নিঃস্ব।

রাত্রি হলে ঘুম পারাতে গল্প শুনাতে ভারি,
শাসন মাখা আদর দিলে বলতাম আমি আড়ি।

তুমি আমার প্রিয় বোন বুঝি নেই তো আগে,
এখন তোমায় পেলে প্রিয় বোন বলবো সবার মাঝে।

আপু তুমি হাসতে যদি হাসতো সারা ধরনী।
তুমি চলে শ্বশুর বাড়ি আমি হলাম একাকী।

তুমি ছিলে আমার জন্য সুখে থাকার ঘর,
তোমায় হারিয়ে হলাম আমি নিঃস্ব যাযাবর।

 

প্রিয় বোন
——মাহমুদ নাঈম

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি