রবিবার দুপুর ২:৫৩, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা নভেম্বর, ২০২৪ ইং

কবিতা: হবে প্রতিরোধ? কার্তিক চন্দ্র রায়

৫২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কবিতা–
হবে প্রতিরোধ?
-কার্তিক চন্দ্র রায়
——–
কার কথা কে শোনে
ধুলায় অন্ধকার,
ঈদের বাজার করতে হবে
এটাই অঙ্গিকার।
জীবন মরণ আল্লাহর হাতে
করোনা মারে উঁকি,
ঘরের দরজা করানারে
মৃত্যুর আছে ঝুঁকি।
দলবলে মানুষ কত
অবাধ বিচরণ,
ছোঁয়াচে রোগ করোনা ব্যাধি
হতে পারে মরণ।
ঢাক ঢোল বাজিয়ে দেশে
কত অনুরোধ,
কি আর করার আছে
হবে প্রতিরোধ?

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি