রবিবার রাত ৩:১৩, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ. ৯ই ডিসেম্বর, ২০২৩ ইং

পীরগঞ্জে সামাজিক দূরত্ববিহীন লকডাউনে চলছে হাটবাজার

২৯৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পীরগঞ্জে বুধবার পীরগঞ্জ কলেজ হাট বার থাকায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনাবেচা করতে আসে যা বাজার পরিদর্শনে দেখা যায়।

কলেজ হাট বাজারে পীরগঞ্জ এলাকার মোঃসলেমান আলীর সাক্ষাতে কথা হলে তিনি বলেন আজ বুধবার পীরগঞ্জ কলেজ হাট বার পরিবারের জন্য শাক সবজি, লবণ, তৈল ইত্যাদি নেওয়ার জন্য বাজারে এলাম।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার কাচন ডুমুরিয়া এলাকার এক কামারের দোকানদার দোকান নিয়ে আসে তিনি জানান করোনা ভাইরাস দেশে আসায় আমার দোকানে মালামাল বিক্রি হচ্ছে না সংসার চালাতে কঠিন হয়ে পড়ছি।

অপরদিকে উপজেলার ১০ টি ইউনিয়নের খোঁজ খবর নিয়ে জানা গেছে, শ্রমজীবী কর্মজীবি,রিক্সা চালক,ভ্যান অটোরিকশা চালক,পরিবার ও সংসারের খাবার খরচ চালাতে কঠিন দূরাবস্থায় পড়েছেন।এবং মধবিত্ত পরিবারের লোকেরা আরো অসহায় হয়ে পড়েছেন বলে জানা যায়

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি