সোমবার রাত ১:০৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কুলাউড়ায় নতুন ৪জন করোনায় আক্রান্ত

৪৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মৌলভীবাজারের কুলাউড়ায় আরও দুই পুলিশসহ ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬জন।রবিবার (২৬ এপ্রিল) রাত ১১ টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।চারজনের মধ্যে দুজন করোনায় আক্রান্ত কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ম‌হিলার (৬৫) স্বামী এবং একই পরিবারের ১৫ বছর বয়সের এক মেয়ে। অন্য দুজন কুলাউড়া থানার পুলিশ সদস্য (২৪) ও (২৫)।কুলাউড়া উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নুরুল হক জানান, সিলেট থেকে ফোনে জানানো হয়েছে কুলাউড়ায় আরও চারজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।তিনি জানান, কুলাউড়ায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের কর্মরত ১৭ জন সদস্যদের মধ্যে ২ জন এবং করোনায় আক্রান্ত কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ম‌হিলার (৬৫) স্বামী এবং একই পরিবারের ১৫ বছর বয়সের এক মেয়ের করোনা পজিটিভ আসে।উল্লেখ্য, গত ১৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা এক ম‌হিলা (৬৫) ও কুলাউড়া থানার এক পুলিশ সদস্য (২৫) এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠা‌য়। ২২ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে সিলেট থেকে জানানো হয় ওই দুজনের করোনা টেস্ট পজিটিভ।

এস এম আবু বকরঃঃ মৌলভীবাজার প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি