শনিবার বিকাল ৫:০৩, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সুখের স্বপ্ন: সিত্তুল মুনা সিদ্দিকা

৫৯৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ভরা পূর্ণীমার চাঁদটা আজ,

রূপোলী আলোয় মাখা।
আকাশ জুড়ে তারারা যেনো
সপ্তর্ষি করে রাখা।

চেনা প্রহর অচেনা এখন,
মৌণ হয়ে দেখা,
বিলাসী এই শান্ত রাতে
জোনাকী উড়ে একা।

স্তব্দ মনে এগিয়ে যেতে
হয়নি পিছন ফেরা,
হাতছানি দেয় চাদনী আলো,
সুখের স্বপ্নরা!

মাঘের শেষে ঐ আকাশে
হিমেল হাওয়ার সাথে,
স্নিগ্ধ আলোয় কল্পলোকে
কথার মালা গাঁথে।

বেঁচে থাকার বাস্তবতায়
কর্ম পিছু ডাকে,
স্বান্তনা দেয় রাতের পাখি
বসে গাছের শাখে।

ঐ আকাশের বিশালতায়
মুগ্ধ প্রহর কাটে,
সুক সারিদের আলাপ চলে
আয়েসি চাঁদের হাটে।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি