বৃহস্পতিবার বিকাল ৪:৪৬, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৪ ইং

শুভ জন্মদিন ব্রাহ্মণবাড়িয়া

৬৫৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৬ ই ফেব্রুয়ারি শুভ জন্মদিন

রক্তের সাথে মিশে আছে শীতল ভূমিতে কাটানো দিন।
এই ভূমিতে রক্তে আমার শিকড় গাঁথা
পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি এই দেশমাথা।

মুক্তিযুদ্ধের ইতিহাসে আছে এই জেলার দীর্ঘ ভূমিকা
মনের মধ্যে আজ ও ভাসে শহীদ পলুর লাশের বিভীষিকা।
এই জেলাতেই জন্ম ইতিহাসের সেরা মহানায়ক মসনদে ঈসা খাঁর
এই ভূমিতেই শায়িত আছেন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর।

এই জেলাইতে জন্ম মোদের ভাষার জন্য নিবেদিত প্রাণ শহীদ ধীরেন্দ্রনাথের
এখানেই জাগ্রত হতো মুফতি আমিনীর হুংকার।
এই পুন্যভূমিতে জন্ম কবি আল মাহমুদের
এখানেই ব্রিটিশ বিরোধী আন্দোনের কর্ণধার উল্লাস করের জন্ম।
সাধক মনমোহন দত্তের এই মাটির গর্বিত মর্ম।

এই মাটিতে জন্মেছিল জাতীয় বীর কুদ্দুস মাখন
এই মাটিতে জন্মে ছিল কুতুবুল ইরশাদ এর মতো লোক।
পুন্যভূমিতে শায়িত আছেন সিপাহী মোস্তফা কামাল
এই ভূমিতেই জন্মেছিল জুলফিকার হায়দায়।

এখানেই পুন্যবান এক মহীয়সী সুফিয়া কামালের বাড়ি
এখানেই দানবীর মহেশের মতো ব্যক্তির গাঁথা নাড়ি।
এখানেই ছিল যুদ্ধকালীন ২নং সেক্টর
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় এর ফাহিমা খাতুন প্রক্টর।

এই জেলাই অদ্বৈত মল্লবর্মণ এর পুন্যভূমি
এখানেই মিশে আছে তিতাস নদীর অসংখ্য জমি।
এই জেলাতেই কেটেছে আমার শৈশব আর কৈশোর
এই জেলাতেই আমি শায়িত হতে চাই এই প্রার্থনা মোর।

রচনাকাল: ১৬.০২. ২০২০ খ্রিস্টাব্দ।

  • লেখক ও তরুন কবি গোলাম কিবরিয়া,অধ্যায়ণরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি