মঙ্গলবার বিকাল ৩:০৩, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

ছোবল

৭৯১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

অন্ধ বিবেকের রজ্জু ছিঁড়ে

যখন হুমড়ি খায় আবেগ,

ক্ষুদ্রতম স্বার্থের জন্য

দ্বন্দ্বের তালে খেই হারায়

ছন্দময় জীবনের সব শান্তি,

অপাংতেয় প্রহর পরিতাপ নিয়ে,

জড়িয়ে পড়ে মাকড়সার জালের মতো

আশাহত প্রাণে। পরিহাশের ঘৃণ্য প্রচারণায় লিপ্ত হয়ে

পরিতাপের ক্ষণগুলো একাকী বয়ে বেড়ায়।

ধুলো মাটির ফাঁকে জমে থাকা কৈশিক পানি কণায়

সুপ্ত থাকে দীর্ঘশ্বাস। অন্ধ মোহের ঘোরে লজ্জিত বিবেক

নিশ্চুপ রয়, দ্বন্দ্ব কেবল পড়ে সরবে সুখ ধ্বংস করে চলে

বিনা সুরে এলোমেলো তালে, বেঁচে থাকার মূল্যবান মুহূর্তগুলো

কৃষ্ণকালো হস্তে গ্রাস হয়। সাদা কালো চোখ

অবনত হয় জঘন্য মিথ্যের ছোবলে!

সিত্তুল মুনা সিদ্দিকা : কবি, শিক্ষিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি