শুক্রবার রাত ৩:৪০, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

পুষ্পের কবিতা: “এক মুঠো ভাত চাই”

৬৫২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

এক মুঠো ভাত চাই
বড্ড ক্ষুধার্ত এই পেট
ক’দিন পেরিয়েছে, ভাত জুটে না
জঠর জ্বলে দাউ দাউ, কোথায় মিটে

ষোল কোটি মানুষের ভ্যাট ?
.
এক মুঠো ভাত চাই
মোটাসোটা হলেই চলে
বড় বেশী চাহিদা নেই আমার
ভাসি পঁচাতে ও নেই অনিহা
আমি আছি বহুদিন সেই ক্ষুধার্তের দলে,,,,,,,!!
.
এক মুঠো ভাত চাই
তোর কুকুরের বরাদ্দ থেকে
আমি আর সইতে পারছি না
জঠরের আগুন বাহির জ্বালাবে
তাড়াতাড়ি দে নইতো যাবো বেঁকে !
.
এক মুঠো ভাত চাই
অন্য কোন দাবি নেই আমার
দশ টাকার চাল কিংবা দামি কাপড়
গাড়ি বাড়ি কিচ্ছু চাই না
ভাত দে নয়তো জঠর জ্বালায় জ্বালিয়ে দিব সব তোমার !!

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি