বৃহস্পতিবার রাত ১২:৪৪, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

নাসিরনগরে “ডিজিটাল বাংলাদেশ দিবস” পালিত

৪৪১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলা প্রশাসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ” সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার হবে পরে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাসিরনগরে ডিজিটাল বাংলাদেশ ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শুভেন্দু হালদার, তথ্য ও যোগাযোগ কর্মকর্তা ঝর্ণা খাতুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহম্মেদ হৃতুল, প্রধান শিক্ষক আব্দুর রহিম, মোঃ সালেহ আহম্মদ, অজিত দাস, মন্ছু আলী, মিজানুর রহমান প্রমূখ।

আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়েছে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি