মঙ্গলবার বিকাল ৩:৩৭, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

ব্যতিক্রমী শীত এবার জেঁকে বসতে শুরু করেছে!

৫৪৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

এবার হেমন্ত শেষ না হতেই শীত জেঁকে বসতে শুরু করেছে। শীতের হাবভাব দেখে মনে হচ্ছে, শীতের সেই চিরচেনা হাড়কাঁপানো রূপ  এবার ফিরে আসবে!

সকাল। চারদিক কুয়াশায় ঢাকা। রেললাইনের পাশে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে বসে আছেন মানসিক ভারসাম্যহীন একজন লোক। গায়ে ছেঁড়া ময়লাযুক্ত কাপড়। পাশেই কয়েকজন তরুণ-তরুণী শীতের গরম কাপড় পড়ে খোশগল্প করে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছে। রেললাইনের পাশে থাকা সবুজ দুর্বাঘাসগুলো কুয়াশায় ভিজে জবুথবু হয়ে আছে। আজ সকালে [২১ নভেম্বর] ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে গিয়ে এমন শীতময় দৃশ্যই চোখে পড়ে।

এবার হেমন্ত শেষ না হতেই শীত জেঁকে বসতে শুরু করেছে। শীতের হাবভাব দেখে মনে হচ্ছে, শীতের সেই চিরচেনা হাড়কাঁপানো রূপ  এবার ফিরে আসবে!

শীত কারো জন্য উপভোগ্য। আবার কারো জন্য যন্ত্রণাময়। কেউ চায়, শীত আসুক মহা সমারোহে। আবার কেউ চায়, শীত না আসুক একেবারেই। অবশ্য এই কয়েক বছর যাবত শীত কারো কথাই রাখছে না। মাঝামাঝিতে আছে। এবার হয়তো ব্যতিক্রমও হতে পারে।

জুনায়েদ আহমেদ; সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি