শুক্রবার রাত ৮:১৩, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৪ ইং

জম্মু-কাশ্মীরের নামকরণ

৪৫৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বহু কোটি বছর আগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল শুধুই হ্রদ। তারপর একদিন সেই হ্রদ রূপান্তরিত হয় উপত্যকায়। নাম হয় ‘কাশ্মীর’।দ্বাদশ শতকে লেখা কবি কলহনের ‘রজতরঙ্গিনী’ ও বলছে হ্রদ থেকেই কাশ্মীরের উৎপত্তি। সংস্কৃত ভাষায় ‘কা’ শব্দের অর্থ জল।’শিমিরি’শব্দের অর্থ ‘শুষ্ক’ করা।অর্থাৎ জল শুকিয়ে যে স্থলভাগের উৎপত্তি, তা-ই ‘কাশ্মীর’।হিন্দু পুরাণ অনুযায়ী, ঋষি কাশ্যপ জলসেচন করে শুষ্ক করেছিলেন। তার নাম থেকেই নামকরণ কাশ্মীরের।

মহাভারতে বলা হয়েছে কাশ্মীর ছিল কম্বোজদের রাজ্য।পরবর্তীকালে পাঞ্চালরাও এ ভূখন্ড শাসন করেছিল। তাওয়াই নদীর ধারে জম্মু নগরী নগরীর গোড়াপত্তন খ্রিষ্টীয় নবম শতকে, রাজা জম্বুলোচনের হাতে।তার নাম থেকেই নগরীর নামকরণ করা হয় ‘জম্মু’।

তথ্যসূত্র: একটি মাসিক পত্রিকা থেকে

গোলাম কিবরিয়া : লেখক ও বিশেষ প্রতিনিধি

 

 

Some text

ক্যাটাগরি: বিবিধ

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি