শুক্রবার রাত ৮:৪৪, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ঈদ এলো রে! ঈদ-উল্ আযহা

৬৫৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঐ আকাশে চাঁদটা উঠেছে, জিলহজ্জ্ব মাস এসেছে,

ঈদউল্ আযহা ডাক দিয়েছে,

মানবতা ছড়িয়ে দিতে আনন্দেরই রেশে

কেউবা গেছে হজ্জে আবার কেউবা আছে দেশে,

অসহায়,দুঃখীদের বিলিয়ে দেবো কোরবানীরই খাবার।

এমন দিনে ছিন্ন নীড়ে, গরীব দুঃখীর হাসি ফিরে আসুক এবার,

নবীর দেশে খোদার তরে হাজিরা দিতে,

আপার হয়ে ডাকছে সমস্বরে! আরব দেশে হজ্জ্বের শেষে,

প্র্র্রশান্ত হৃদয় নিয়ে ফিরে মানুষ ঘরে ঈদুল আযহার আনন্দ

সবার প্রাণে সাজায় সুখের ছবি পূব আকাশে চেয়ে থাকি,

দেখতে উদয় রবি। পূণ্য কাজে মগ্ন থেকে, স্রষ্ঠা করি রাজি

রোকন শেষে ফিরে ঘরে হাজী বিভেদ ভুলে ঐক্য হয়ে,

আনন্দ যায় বয়ে, ঈদ এলো রে!

 

 সিত্তুল মুনা সিদ্দিকা : কবি ও শিক্ষিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি