ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেছেন। বৃহস্পতিবার(১৫আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল স্কুল কলেজ, অফিস আদালত, সরকারি, আধা সরকারি, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান সমূহ ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০টায় সরাইল উপজেলা চত্বর থেকে একটি বিশাল শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সহকারি পুলিশ সুপার(সরাইল সার্কেল) মো. মকবুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাওসার ও আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী উপস্থিত ছিলেন।
শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক, দেশ দর্শন
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]