মঙ্গলবার সন্ধ্যা ৭:৪৯, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

কবিতা : প্রেতাত্মা

৭২৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কঠিন সময় অপেক্ষা যেন এক প্রেতাত্মা,

ও তখন পরিচয়বিহীণ এক বিরূপ উপদ্রব।

জ্যামিতিক হারে বেড়ে যায় কষ্টের মাত্রা!

সদর দরজার চৌকাঠের ওপাশে একাকী নিরবে

রোরুদ্যমান বিবেক, জীবনের আসল মানে কেউ বুঝতে চায়না

তাই অষ্টপ্রহরজুড়ে ওরা শুধু সময়ের ক্রীতদাস

সাদামাটা জীবনে দেখি, ধুলোবালি আর মাকড়সার জালে

জড়িয়ে পড়া প্রহর। হেঁটেছি বহুপথ, শ্যামল পৃথিবীর পথ ধরে

এভাবে বোধের গহীন অরণ্যে হেঁটে পেরিয়ে গেলাম

জীবন ডাঙ্গার পাড়ে। বিশ্বাস করেছি বলে দিনগুলো আজো

আস্থার পরশে মৃদু হাসে সবার অলক্ষ্যে, দিবা শেষে চাঁদোয়া রাতে

স্বপ্নের কুহেলিকা ঘিরে রাখে, আধো ঘুমে থাকা রূপোলী চাঁদকে,

শেষ রাতে নিঝুম চারিদিক। জোনাকীরা দলে দলে টগরের ঝোপের আড়ালে

ঘুঙুর পায়ে নাচে আমার খোলা ছাদ বাগানে।

সিত্তুল মুনা সিদ্দিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি