বুধবার বিকাল ৩:২৯, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং

সাঁথিয়া উপজেলা নিয়ে লেখা জুবায়ের হোসেন দুখুর একটি ছড়া

৮৩৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সুখের সাঁথিয়া গড়ি
জুবায়ের হোসেন দুখু

হাতটি ধরো শপথ করো
ওহে প্রিয় ভাই
সুখেদুঃখে থাকবো পাশে
মোরা এই সাঁথিয়ায়।

সবে মিলে লড়বো মোরা
উন্নয়ন আনতে
সাঁথিয়াকে শিক্ষা সেবায়
হবে মোদের গড়তে।

রঙধনুর ঐ সাতটি রঙের
একটি হবো মোরা
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
গড়ি সুখের পাড়া।

সুখের পাড়ায় সুখী মানুষ
থাকবে সাঁথিয়াতে
সুখী স্বপ্ন একি সঙ্গে
দেখিব এক মতে।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি