মঙ্গলবার দুপুর ২:৪৫, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

আন্তঃনগর ট্রেনের ১৬ টিকেটসহ ব্ল্যাকার আটক

৮১২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৩২ আসনের ১৬টি টিকিটসহ মো. আঙ্গুর মিয়া (৪৭) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাঁকে আটক করে রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির একটি দল। আটক আঙ্গুর মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত ধনাই মাস্টারের ছেলে। তিনি ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামে ভাড়াবাড়িতে থাকেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আঙ্গুর দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত। সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুইনং প্ল্যাটফরমে ফুটওভারব্রীজের নিচে দাঁড়িয়ে টিকিট বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী মোট ৩২টি আসনের ১৬টি টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় আঙ্গুরের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে পুলিশ সোচ্চার রয়েছে বলেও জানান তিনি।

দ্বীন ইসলাম খান : বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি