
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী, মার্কা কুড়াল) ও উপজেলা আ.লীগের সভাপতি এবং সাবেক এমপি মেজর জেনারেল অব. আব্দুস সালাম নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ক্ষমতাসীন আ.লীগের (মহাজোট নৌকা মার্কা) প্রার্থী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে নান্দাঈল প্রেসক্লাবে সাবকে এমপি সালামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আজ থেকে সংসদ নির্বাচনে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
মেজর জেনারেল আব্দুস সালাম স্বাক্রিত প্রেস বিজ্ঞপ্তিটি বিকেল ৩টায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে পৌঁছে দেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ সালাম।
শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, নির্বাচন
[sharethis-inline-buttons]