
নির্বাচন যেনো সারাদেশে দরজায় কড়া নাড়ছে, কয়েক সপ্তাহ পরেই জনগন বেছে নিবেন তাদের পছন্দের দলকে, রাজনৈতিক বিভিন্ন দলের সমর্থকেরা ইতিমধ্যে তাদের প্রার্থীদের নিয়ে শুরু করে দিয়েছে প্রচারণা ও গণসংযোগ, দলের এবং প্রার্থীতার ভিন্নতা যেনো বিভক্ত করে এই নির্বাচনি প্রতিযোগিতায়, ময়মনসিংহ-ত্রিশাল আসনে যেন একটু ভিন্ন পরিবেশ, এবারের সংসদ নির্বাচনে একাদিক প্রার্থী অংশ নিলেও অবিশ্বাস্য ভাবে প্রধান দুই দলের দুই গুরুত্বপূর্ন প্রার্থী হচ্ছেন একই ইউনিয়নের বাসিন্দা এবং তাদের মাঝে খুজে পাওয়া যায় অনেক মিল।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নৌকার প্রার্থী হাফেজ রুহুল আমীন মাদানীর বাড়ী ৬নং ত্রিশাল ইউনিয়নের সতেরপাড়া গ্রামে আর জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীনের বাড়ী একই ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে দূরত্বে(১কি:মি:) মাঝে কেবল পাঁচপাড়া গ্রাম।
৪৮ বছরের ইতিহাসে আগে কখনও এমনটি ঘটেনি তাই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বয়সের কাছাকাছি প্রার্থীদ্বয়ের একজন সাবেক এমপি এবং আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান হলেও তাদের মধ্যে আরও কিছু মিল রয়েছে-যেমন দুজনেই হাজী, মুখে লম্বা দাড়ি মাথায় থাকে টুপি এছাড়া দুজনই সফল ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি ।
দুজনেই দীর্ঘ দিন যাবৎ রাজনীতি সাথে জড়িত এবং নিজ নিজ দলের প্রতি নিবেদিত প্রাণ ।
শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, নির্বাচন
[sharethis-inline-buttons]