
তখন সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টা, ময়মনসিংহ শহরের গাজ্ঞিনাপাড় ট্রাফিক মোড় এলাকায় ৫/৬ জন যুবক মিলে এলোপাথাড়ি অন্য আরেক যুবক কে কুপিয়ে জখম করে দৌড়ে পালিয়ে যায়,
স্থানিয় পথচারীরা থ হয়ে দৃশ্যটিরা দেখার পর যুবককে উদ্ধার করে নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ততক্ষণে ক্ষত দেহ হতে প্রাণ উড়াল দেয় আহত যুবকটির,
জানা যায় নিহত যুবকের নাম আশরাফুল আলম রাব্বী, বয়স ২৫, সে পেশায় একজন অটো রিকশা চালক। নিহত রাব্বী নগরীর নওমহল নন্দীবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে তার একটি ১০ মাসের একটি ছেলে সন্তান রয়েছে বলেও জানা গেছে।
নিহত রাব্বীর কারে সাথে শত্রুতা ছিল কিনা জানতে চাওয়া হলে তার বড় বোন আল্পনা আক্তার বলেন, ‘গত রমজান মাসে রাব্বীর সাথে কয়েকজনের একশত টাকা নিয়ে বিরোধ হয়। ওই ঘটনায় আদালতে একটি মামলাও চলছে। এরপর বেশ কয়েকদিন আগে আমার ভাইকে তারা ধরে নিয়ে মারধর করেন।
কোতোয়ালি থানার ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ছিনতাই না পূর্ব শত্রুতা এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এভাবে ব্যাস্ত নগরী ময়মনসিংহে জনসাধারনের সামনে কুপিয়ে হত্যা করাটা যেনো সবার কাছেই নতুনত্য আর নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করে৷ স্থানীয় ব্যাবসায়ীরা। তবে তারা বলছেন এই স্থানে খুনের মত ঘটনা না ঘটলের প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা আগেও ঘটেছে, তবে আজ যা হলো তা যেন প্রকাশপায় অনিরাপদ এক জনপদের প্রতিচ্ছবিকেই।
শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]