
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আটকাপাড়া চাপটা এলাকায় ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, নরসিংদীর বেলাবর উপজেলার চরবাঘবের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিপন (১৪) ও ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের মৃত আলম মিয়ার ছেলে শরীফ মিয়া (২৭)। নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা যায় আজ বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া চাপটা এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নান্দাঈল থানার ওসি কামরুল ইসলাম মিঞা এই খবরের সত্যতা নিশ্চিত করে আমাদের বলেন, নিহত দুজনের বাড়ি নরসিংদীর বেলাবর ও ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলায়। রিপনের বাবা ময়মনসিংহে কাজ করেন। সেই সুবাদের বাবার সঙ্গে দেখা করতে তারা ময়মনসিংহে আসছিল। পরে সকালে বাড়ি ফেরার পথে নান্দাঈল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৌছলে পেছন থেকে মালবাহী একটি তাদের মটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসছে। তবে ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
জানা যায় আজ বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া চাপটা এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নান্দাঈল থানার ওসি কামরুল ইসলাম মিঞা এই খবরের সত্যতা নিশ্চিত করে আমাদের বলেন, নিহত দুজনের বাড়ি নরসিংদীর বেলাবর ও ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলায়। রিপনের বাবা ময়মনসিংহে কাজ করেন। সেই সুবাদের বাবার সঙ্গে দেখা করতে তারা ময়মনসিংহে আসছিল। পরে সকালে বাড়ি ফেরার পথে নান্দাঈল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৌছলে পেছন থেকে মালবাহী একটি তাদের মটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসছে। তবে ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]