
ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্য বাজারে জনি মোবাইল কর্নার এন্ড জনি ইলেকট্রনিকস্ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দরজার তালা ভেঙে দুই শতাধিক মোবাইল সেট চুরি হয়েছে।
ঘটনায় জনি মোবাইল কর্নার এন্ড জনি ইলেকট্রনিকস্ এর স্বত্বাধিকারী শাহরিয়ার জনি আজ বুধবার গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা যায়, গফরগাঁও মধ্য বাজারস্থ্য জনি মোবাইল কর্নার এন্ড জনি ইলেকট্রনিকস্ এর স্বত্বাধীকারী শাহরিয়ার জনি প্রতিদিনের মতো গতকাল রাত ১২টার দিকে দোকান বন্ধ করে চলে যান। কিন্তু পরদিন সকাল ১০টার দিকে দোকান খোলে পিছনের দরজার তালা ও ক্যাশ ভাঙা দেখতে পান। পরে খোঁজ নিয়ে দেখেন দোকানের তাকে সাজানো দুই শতাধিক বিভিন্ন মডেলের মোবাইল সেট চুরি হয়েছে। চুরি যাওয়া মোবাইল সেটগুলোর আনুমানিক মূল্য ৭-৮লাখ টাকা।
জনি মোবাইল কর্নার এন্ড জনি ইলেকট্রনিকস্ এর স্বত্বাধিকারী শাহরিয়ার জনি বলেন, চুরি যাওয়া মোবাইল সেটগুলোর মূল্য হবে প্রায় ৭-৮লাখ টাকা। চুরেরা ক্যাশের তালা ভাঙলেও ক্যাশে মাত্র ২-৩শ টাকা ছিল।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, জিডি করার পর বিষয়টি তদন্ত করতে অফিসার পাঠিয়েছি।
শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]