
শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নেত্রকোনা জেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সময় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। আজ নেত্রকোনার আটপাড়া উপজেলায় এ ঘটনাগঠে, উক্ত পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতিসহ ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
জানা যায় আজ বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা যুবলীগ-ছাত্রলীগ নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে নির্বাচনী প্রচারণায় একটি মিছিল বের করলে ইটখলা ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, যুবলীগ নেতা সুফল খানসহ ছয়জন। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হামলার ব্যাপারে ছাত্রলীগ নেতা মোঃ শরিকুল হক খান বলেন হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। ছাত্রলীগ নেতা পিয়াস বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। মামলার প্রস্তুতি চলছে।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]