
শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা সুলতান ফকির, পেশায় একজন নির্মাণ শ্রমিক, তার শশুড়বাড়ি ত্রিশালের উজান বইলর গ্রামে, ঢাকা ঢাকায় কাজ করতেন কিন্তু মাঝেই মাঝেই চলে আসতেন ময়মনসিংহের শশুড়বাড়ি , গ্রামের বাড়িতে তেমন একটা যেতেন না।
মাঝে মাঝে চলে আসা আর যাওয়াটা এখানেই বন্ধ হয়ে গেলো আজ,
ত্রিশালের পূর্বপাঁচপাড়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশে স্থানিয় ব্যাবসায়ী কবির হোসেনের পরিত্যক্ত ঘর থেকে আজ (০৫ ডিসেম্বর বুধবার) উদ্ধার করা হয় তার লাশ।
লাশের পাশে ছিল একটি বিষের বোতল,
এবং একটি মোবাইল, মোবাইলের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা এসে লাশ সনাক্ত করে।
পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্বজনরা তার মৃত্যুর ব্যাপারে বলেন, নিহতের বিরুদ্ধে তার আপন ভাইদের মামলা-মোকদ্দমা ছিল, এতে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে পারে।
তবে এর কোন লিখিত কোনো অভিযোগ না থাকার পরও পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি আজিজুর রহমান জানান, মৃতের মুখে বিষ ছিল, লাশের পাশে থাকা বিষের বোতল জব্দ করা হয়েছে।
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]