
সারাদেশে দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় নির্বাচন, দিন দশেক বাদেই ব্যালেট পেপারে নিজের পছন্দের প্রার্থীর প্রতীকে সিল দিয়ে দেশের দায়িত্ব অর্পন করবে দেশবাসী, সারাদেশে বইছে যেনো নির্বাচনী উৎসব, থেমে নেই ময়মনসিংহের বিভিন্ন আসন, চলছে নির্বাচনি গনসংযোগ প্রচারণা ও প্রার্থীদের ভোট চাওয়ার হিড়িক,
এরই ধারাবাহিকতায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী ময়মনসিংহের ৭টি আসনে নির্বাচনি প্রচারণার কর্মসূচি ঘোষনা করেন।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই কর্মসূচি ঘোষনা করেন, এসময় তিনি বলেন – উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় আবারো প্রয়োজন, দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মাঠে ছিল, এবারের নির্বাচনেও সবার একাতত্বতায় ছাত্রলীগ কাজ করবে দেশ ও জাতীর স্বার্থে, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ গড়তে নৌকাকে আবারো বিজয়ী করতে।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচীর নির্বাচনী প্রচারণা কর্মসূচি নিম্মরূপ- ২১ডিসেম্বর ময়মনসিংহ-৩ গৌরীপুর,
২২ডিসেম্বর ময়মনসিংহ-৭ ত্রিশাল
২৩ডিসেম্বর ময়মনসিংহ-১০ গফরগাঁও,
২৪ডিসেম্বর ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা,
২৫ডিসেম্বর ময়মনসিংহ-৫ মুক্তাগাছা,
২৬ডিসেম্বর ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া
২৭ ডিসেম্বর ময়মনসিংহ-৪ সদর আসন
শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, নির্বাচন
[sharethis-inline-buttons]