
প্রত্যেক বছরের ন্যায় ময়মনসিংহে আবারও এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের টাউন হল চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নারায়ন চন্দ্র ভৌমিক, মুমিনুন্নেসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন চক্রবর্তী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, বিদ্যাময়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষিকা মোহছিনা খাতুন প্রমুখ।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]