শনিবার সকাল ৭:০২, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে এপ্রিল, ২০২৪ ইং

এই শীতে প্রত্যাশা

৬৭২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শীত প্রায় এসে পড়েছে। শেষরাতে হালকা ঠান্ডা, ভোরের ধূসর কুয়াশা জানান দিচ্ছে শীত আগমন করছে। মাদ্রাসায় পড়তাম,- “শীত এসেছে জুব্বা নিয়ে।” কিন্তু এখনকার শীত শুধু জুব্বা নয়; আরো অনেক কিছু নিয়ে আসে। এর মধ্যে অন্যতম ওয়াজ-মাহফিল। যা একসময় দ্বীনের পথে মানুষকে আহ্বানের মাধ্যম হিসেবে ব্যবহার হলেও এখন এর সাথে যুক্ত হয়েছে নানা অনুসঙ্গ, অনেক উপসর্গ। ভালো-মন্দ মিলে এটা এখন হয়ে পড়েছে অন্যতম বাঙালি সংস্কৃতি। ‘ মুসলিম সংস্কৃতি ‘ বলে সীমাবদ্ধ করব না। কারণ আর্থিক সহায়তা, আলোচনা শুনায় অমুসলিমরা ও অংশগ্রহণ করে। এমনকি অনেকে ইসলাম গ্রহণ করেন ওয়াজে অনুপ্রাণিত হয়ে।
এ সংস্কৃতিকে সুস্থ ধারায় ধরে রাখা এবং বিকশিত করা সময়ের দাবী। কবিতা, গদ্যে আমরা এর সুন্দর দিকগুলো তুলে ধরবো। সাহিত্যের কঞ্চিতে উপড়ে ফেলবো এর উপসর্গ গুলো। এই শীতে এটাই আমার প্রত্যাশা। ভালো থাকুন শীত-কুয়াশা আর হিমশীতল আবহাওয়ায়।

 

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি